আশাহত
মনে একটা আশা ছিল
আবার একদিন বাইরে বেরুব
সে আশা এখন দুরাশা
তাই ঘরটাকেই আঁকড়ে ধরেছি।
মনে একটা আশা ছিল
আবার আমি সুস্থ হব
সেটা আর হবার নয়
তাই অসুস্থতাকেই মেনে নিয়েছি।
মনে একটা আশা ছিল
মানুষগুলো সব সৎ হবে
অসততায় ভরে গেছে পৃথিবী
তারই মধ্যে মানিয়ে নিয়েছি।
মনে একটা আশা ছিল
সবার সমান অধিকার হবে
সেই ট্রাডিশন সমানে চলেছে
অনাচারকেই সহ্য করছি।
মনে একটা আশা ছিল
মানব ধর্মই ধর্ম হবে
সাম্প্রদায়িকতায় ভরে গেছে দেশ
অসহায় হয়ে তাই দেখছি।
মনে একটা আশা ছিল
জীবনটা খুব সুন্দর হবে
পৃথিবীর ক্ষয়াটে সহিষ্ণু রুপে
দিনগত পাপক্ষয় করছি।
মনে একটা আশা ছিল
সবটাই হবে সহজ সরল
আশাহত ব্যর্থ হৃদয়ে
শেষ সময়ের দিন গুনছি।