জীবন

আওয়াজ তোল

এ বাংলা আমার নয়
সব কিছু চেনা, সব কিছু জানা
তবু লাগে বড় অচেনা
পালটে গিয়েছে যেন সবকিছু
স্নিগ্ধ শান্ত রূপসী বাংলার
আজ এ কী করাল রূপ

জনসাধারণের টুঁটি চেপে ধরে
উল্লাসে মেতেছে দানবের দল
তুমি আমি সব শিরদাঁড়াহীন
মুখ বুজে সব সয়ে যাই
বুকে হাঁটা সাপ
আঘাতে সে ও দংশায়
আমরা নাকি মানবজাতি
বলতে এখন ঘেন্না হয়

আর কতদিন মুখ বুজে রবি
আওয়াজ তোল আওয়াজ তোল
এ ভাবে বাঁচার নেই কোনও মানে
সময় যে আজ দিচ্ছে ডাক
ভেঙ্গে চুরে সব মিশিয়ে দিয়ে
প্রতিবাদী স্বর উঠুক জেগে
নতুন পৃথিবী সৃষ্টি হোক।