জীবন

বাজা করতাল

আরও জোরে
আরও জোরে বাজা করতাল
বেসুরো হোক
তালে তালে হোক
ভরা দিনে হোক
মাঝরাতে হোক
আরও জোরে
আরও জোরে বাজা করতাল

ঘুম ছুটে যাক
মাথা ধরে যাক
লোকে ক্ষেপে যাক
আকাশ বাতাস উঠুক কেঁপে
রসাতলে যাক দুনিয়া
জনগণ একত্র হোক
বিদ্রোহ হোক চারিধারে
আরও জোরে
আরও জোরে বাজা করতাল

মানুষের বিবেক জাগুক
প্রতিবাদী স্বর বেরিয়ে আসুক
নাচুক মানুষ তালে তালে
করতালি দিয়ে চীৎকার করে
শয়তানের টুঁটি চেপে ধরে
শত্রুদের লাশের ওপর
আরও জোরে, ভীষণ জোরে
বাজা করতাল, বাজা করতাল