জীবন

বাঁচার লড়াই

এ পৃথিবীতে যত সব অন্যায় অবিচার নৃশংসতার বিরুদ্ধে এটি একটি প্রতীকি প্রতিবাদ।

সাবধানে পা ফেলা হল তো অনেক
এবার না হয় বেপরোয়া হলি
প্রতি মূহুর্তে মৃত্যুভয়ের বাঁচা
কবে তার থেকে মুক্তি পাবি?

কাকে ভয় পাস, কেন ভয় পাস
নিজেকে প্রশ্ন কর বারবার
আকাশের চাঁদ সে ও হয় ব্যাঁকা
তুলে নে অস্ত্র কর প্রতিবাদ

মৃত্যুর সাথে লড়ে পারবি না
লড়াই দিতে তো কোনও বাধা নেই
জীবনের এই বাঁচার লড়াই
আনন্দেতে বেঁচে নে সবাই।