জীবন

বাড়ী যাব

বহুদিন আছি পরবাসে
এবার আমি বাড়ী যাব।

তোমরা যতই আটকে রাখ
তোমরা যতই থাকতে বল
বহুদিন হল থাকা আমার
মায়ের আমার কোলটি ছেড়ে
এবার আমি যাব ফিরে।

জন্ম-কর্ম্ম সবই এখানে
ঘর-সংসার সবই পেলাম
অনেক দিনই হল আসা
কতদিন আর থাকব বল
এবার আমার ফেরার পালা।

ভালবাসা পেলাম অনেক
তোমরাও বড় আপন আমার
তবুও যখন দিনের শেষে
চুপটি করে থাকি বসে
মা যে আমায় বড় টানে।

আর কিছুদিন থেকে নেব
তারপর আমি বাড়ী যাব।