জীবন

বাস্তব

স্বপ্নের মধ্যে লুকিয়ে থাকে বাস্তব
তাকে চিনতে হবে, জানতে হবে
অপেক্ষা শুধু খোলস থেকে বেরুবার।

বীজের মধ্যে নিহিত বিশাল বৃক্ষ
বসে থাকে সিক্ত মাটির পথ চেয়ে
অনন্ত প্রতীক্ষা তার অঙ্কুরিত হবার।

জ্ঞান আসে হাত ধরে অভিজ্ঞতার
পেরুতে হয় জীবনের লম্বা সফর
এটাই ঐতিহ্য গুরু শিষ্য পরম্পরার।

গ্রীস্মের প্রবল দহনে, পৃথিবী যখন তপ্ত
বর্ষার বারি সিঞ্চনে শীতল হয় ধরিত্রী
অপার্থিব প্রেম না বৈরিতা গ্রীষ্ম ও বর্ষার।

অন্যায় অনাচারে পৃথিবী যখন কলুষিত
অবতার রুপে ভগবান আবির্ভুত হন বারবার
এটাই অমোঘ নিয়ম বিধাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *