বাস্তবতা
মাঝে মাঝে সমাজের রুগ্ন নগ্ন অথচ ভীষণভাবে বাস্তব চিত্র চোখের সামনে প্রকট ভাবে প্রকাশ পায়, আর নিজেদের ই লজ্জা করে। মনে হয় আগামীর কাছে সমাজকে অনেক কিছুর জন্যই জবাবদিহি করতে হবে এবং তার থেকে কোনও নিস্তার নেই।
পরিত্যক্ত ভাঙ্গাচোরা একটি ঘর
দেওয়ালগুলো দাঁত বার করা, নোনা ধরা
এখানে সেখানে কিছু পেরেক গাঁথা।
কোনটায় ছেঁড়া শাড়ী ঝুলছে
কোনটায় শতচ্ছিন্ন বাচ্চার জামা।
ঘরের এককোনে কিছু এঁটো বাসনকোসন
একটা ঘেয়ো বিড়াল চাটছে সযত্নে ।
ফাটা মেঝেতে বাচ্চা ন্যাংটো ছেলেটা
ঘুমিয়ে রয়েছে অযত্নে, অবহেলায়,
লালসার শিকারের নিদর্শন হয়ে।
তার কুমারী মা পেটের দায়ে
কোথাও হয়ত বা শরীর বিক্রী করছে।
এভাবেই জীবনের চাকা ঘুরে চলেছে
সভ্যতার নগ্নতার বাস্তব রূপ নিয়ে।
বাচ্চাটাকে কিন্তু বাঁচতে হবে, বাঁচতেই হবে
ওর অনেক হিসাব নেওয়ার বাকী
এই সভ্য মানব সমাজের কাছে।