জীবন

ভবা পাগলা

এটি একটি বিমূর্ত চিন্তাধারা বা বলা যায় লেখকের একটি কাল্পনিক অবস্থান যেখানে সে প্রতিনিয়ত নিজের মনের সাথে যুদ্ধ করে চলেছে।

দোমড়ানো মোচড়ানো
সাদা কাগজের দলা
সারা মেঝেতে ছড়ানো
খুলে খুলে দেখি
আছে তাতে কি
আছে কি গুপ্তধনের কোনও দিশা?
কোনটায় আবার হিজিবিজি আঁকা
জং ধরা মানুষের জং ধরা হতাশা
ছড়িয়ে ছিটিয়ে চারিধার।

চেয়ারে বসে লোকটাকে বলি
এসব অনাসৃষ্টির মানেটা কি?
লোকটা তাকালো আমার দিকে
আমিও চমকে দেখি তাকে
আমার আমি বসে চেয়ারে
বলে অবাক হোস না
শুধু দেখে যা
সব জানে ওই
ভবা পাগলা।