ভালো থেকো বন্ধুরা

ভালো থেকো বন্ধুরা
ভালো থেকো তোমাদের
নীরবতা নিয়ে
শাসকের কাছে নতজানু হয়ে
তোষামোদ,পদলেহন করে
ভালো থেকো বন্ধুরা
ভালো থেকো মানুষের চেহারায়
বুকে হেঁটে, ক্লীব হয়ে।
শিরদাঁড়া আজ দেখি
অবলুপ্তির পথে
অচিরেই স্থান পাবে ইতিহাসে
নমনীয় শরীরে আজ মানুষেরা চরে
যেখানে সেখানে তারা নুইয়ে পড়ে
ভালো থেকো বন্ধুরা
ভালো থেকো শাসকের
ধামাটিকে ধরে।
সমাজের বুকে দেখি আজ
ঘুঘুদের রাজ
চারিদিকে মুখোশের ছড়াছড়ি
হিংস্র শৃগালে গিয়েছে ভরে
মনের গভীরে বেঁচে বন্ধুতা
ভালো থেকো বন্ধুরা
ভালো থেকো মনের
স্থুলতা নিয়ে।