অনেকক্ষণ গল্প হল
অনেক কিছু কথা হল
নোনা জল বইলো অনেক
ঠিক যেমন বইতো আগে
নদীর ধারে আলের পাশে
বহু বছর গেছে কেটে
এখন জীবনের সাঁঝ বেলা
খালি বসে বসে ভাবা
ওপরওয়ালার পুতুল খেলা
আর কতদিন?
সময়টাকে থামতে বলে
একটুখানি জিরিয়ে নেওয়া
সেই তো আবার এগিয়ে চলা
আকাশের ওই তারা হয়ে
ভাসবো কবে?