জীবন

বিচার চাই

এই লেখাটি একটি বাস্তব ঘটনার চিত্রায়ণের ব্যর্থ প্রচেষ্টা।

প্রতিবাদী কন্ঠস্বর আজ স্তব্ধ
চিতার আগুনটা এখনও জ্বলছে
প্রতিবাদ করেছিলো তিলোত্তমা
এইটাই ছিলো তার অপরাধ।

হায়না নেকড়ের দল বেড়াচ্ছে ঘুরে
তবে চারপায়ে নয় দুপায়ে হেঁটে
নারী মাংস তাদের অতি প্রিয়
ছলে বলে কৌশলে খায় ছিঁড়ে
কোনও পথ নেই পালাবার।

আচমকা জেগে ওঠে জনতা
বলে বিচার চাই মৃত্যুর বিচার
ভীরু কাপুরুষ যত জানোয়ারের দল
লুকিয়েছে মুখ ভয়ে অন্ধকার গুহায়।

চারিদিকে জ্বলছে বিদ্রোহের মশাল
টেনে হিঁচড়ে করবে বার পশুগুলোকে
জনতার দরবারে বিচার হবে
নিশ্চিন্তে ঘুমাবে মেয়ে দূর আকাশে।