বিরোধ
শরীর সময়ের যাঁতাকলে বাঁধা আর মন বাধা বন্ধনহীন মুক্ত। দুইয়ের মধ্যে বিস্তর ফারাক কিন্তু তবু এদের পাশাপাশি চলতে হয়। শরীর সবসময় মনকে পিছু টেনে ধরে আর মন ছিটকে বেরুতে চায়। এই নিয়ে তাদের সবসময় দ্বন্দ লেগেই থাকে। তাদের এই বিরোধ মিটে গেলে মুক্তির আনন্দ, কিন্তু মেটার নয়।
শরীরের সাথে আর বিরোধ নেই
সে নিজের জায়গায় আমি আমার
দুটো সম্পূর্ণ আলাদা সত্ত্বা
ঠিক যেমন বিরোধ নেই প্রকৃতির মাঝে
গাছপালা,আলো, বাতাস, প্রাণীকুল
সবাই আছে নিজের মতন।
তবে মনে হয় বিরোধটা যেন ভালো ছিলো
তার মধ্যে আলগা ভালো লাগা আছে
বিরোধ মিটে গেলে একটা একাত্মতা
আলাদা আনন্দ, মনের টান আছে।
শরীরের সাথে বিরোধটা মিটে গেছে
আজ আমি মুক্ত, সম্পূর্ণভাবে