জীবন

বৈপরীত্য

চিনতে পারি না
চিনতে পারি না
চেনা মানুষটাকে
সেই গানটা মনে পড়ে
একই অঙ্গে এত রূপ
দেখিনি তো আগে।

রোজ দেখা রোজ কথা বলা
হাসি ঠাট্টা গল্পে মশগুল
সিনেমা দেখা, ঘুরতে যাওয়া
সব তো চলছিলো ঠিক
তারপর হঠাৎ কি যে হল
সামান্য ঘটনায়, এভাবে মানুষ পাল্টায়
সত্যি বলতে চোখ খুলে গেলো।

এখন বুঝি বৈপরীত্যে মানুষ ভরা
যখন যেটায় সুবিধা সেটাকে আঁকড়ে ধরা
যে পাল্টায়, সে পাল্টায়
যে না পারে সে ধোঁকা খায়
বৈপরীত্য না দ্বিচারিতা
বুঝতে তো পারি না
আবার মনে পড়ে গানের কলি
আমি আজীবন শুধু ভুল করে গেছি
না,পরজন্মে আর মানুষ হবো না।