জীবন

বন্ধু হাতটা বাড়াও

আর চুপচাপ বসে থেক না বন্ধু
এবার হাতটা বাড়াও।
হতাশায় ভরে গেছে এই পৃথিবী
একটু একটু করে গ্রাস করছে
মানুষের বিবেক, বুদ্ধি, অস্তিত্ব কে,
চারিদিকে যেন শ্মশানের নীরবতা।
তলিয়ে যাচ্ছে মানবজাতি
নিরাশার করাল গহ্বরে
কে টেনে বার করবে তাকে?

তোমার বাড়ান হাতটা ধরে
একটা মানুষ ও যদি যায় বেঁচে
একে একে আরো অনেক হাত
আসবে এগিয়ে, এ ভরসা আছে পৃথিবীর।
মানবতার পরিচয়ের প্রদীপ জ্বালাতে
হাতটা বাড়াও বন্ধু হাতটা বাড়াও,
অনন্ত প্রতীক্ষার আজ হোক শেষ।