বন্ধুদের পাওয়া

অনেক দিন পর ছেলেবেলার
বন্ধুদের সাথে দেখা
গল্প, গুজব, পিছনে লাগা মশকরা
নিমেষে ছোটবেলায় ফিরে যাওয়া
বদ্ধ একঘেয়ে ব্রাত্য জীবনে
এক ঝলক দমকা হাওয়া।
একসাথে বড় হওয়া
খেলাধূলা স্কুলে যাওয়া
মান অভিমান মন কষাকষি
হাসি ঠাট্টার ফোয়ারা
আমতলায় আম চুরি
দুষ্টু মিষ্টি প্রেমের গল্প
পুরানো আবেগে ভেসে যাওয়া
জীবন ধারণের তাগিদে
কে কোথায় গিয়েছিলাম চলে
ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবনে
সব কিছু না ভুলেও ভুলে থাকা
সময়ের দ্রুতগতিতে পার হয়ে গিয়ে
বার্ধ্যকের দ্বারপ্রান্তে উপনীত হওয়া ।
বৈচিত্রহীন একঘেয়ে জীবনে
হঠাৎ বন্ধুদের সাথে দেখা,
যেন ছোটবেলাকে হাতে পাওয়া
এ তো মরীচিকা নয় মরুদ্যান
হোক না সামান্য কিছুক্ষণের জন্য
এক অনাবিল ভালোলাগার আনন্দে ভাসা
বাকী জীবন কেটে যাওয়া