বন্ধুর হাত

বন্ধু হাতটা বাড়িয়ে রাখো
যে ধরার ধরুক
যে তাকানোর তাকাক
যে প্রত্যাখ্যান করার করুক
শুধু হাতটা বাড়িয়ে রাখো।
কোন বৃদ্ধ হাতটা ধরলে
তুমি তার অবলম্বন হবে
অক্ষম শরীরের কেউ হাত ধরলে
তুমি তার সাথী হবে
তাচ্ছিল্যভরে কেউ প্রত্যাখ্যান করলে
মুচকি হেসে কৃতজ্ঞতা জানাবে
তোমার হাতটা কিন্তু বাড়ানোই থাকবে।
ধীরে ধীরে হাতের শক্তি কমবে
ধীরে ধীরে হাতের ক্ষমতা কমবে
একদিন তোমারও মন চাইবে
অন্য একটা শক্ত হাত ধরার
সেই বীজ আজ রোপন করো
নিজের জন্য আগামী প্রজন্মের জন্য
হাতটা বাড়িয়ে রেখো বন্ধু
হাতটা বাড়িয়ে রেখো।