বয়স
বয়স বাড়ার সাথে সাথে মানুষের চিন্তাধারা।
![](https://paakdandi.com/wp-content/uploads/2024/06/DALL·E-2024-06-19-21.01.40-An-abstract-image-capturing-the-theme-of-aging-and-resilience.-The-background-features-soft-muted-tones-with-hints-of-gray-symbolizing-the-passage-o.webp)
বয়স হয়ত বেড়েছে একটু
শরীরে এসেছে বলিরেখা
উঠতে বসতে হাঁটুতে ব্যথা
কষ্ট হলেও মনে জোর আছে।
চলতে গেলে থামতে হয়
বুকের মধ্যে চিনচিন করে
চোখদুটো তো এমনিতে ঠিক
শুধু বিনা চশমায় ধূসর লাগে।
বন্ধু বান্ধব সবাই তো নেই
কিছু চলে গেছে সময়ের পারে
বাকী যারা মোরা এখনও যে আছি
কখনও সখনও কথা হয় ফোনে।
আমি থাকি ভাই রাজার মতন
কেউ ঢোকে না আমার ঘরে
একা একা বসে দিন কেটে যায়
কে যে কড়া নাড়ে রাতে রোজ দুয়ারে।
অসুবিধা নেই সব ঠিক আছে
ভালো আছি আমি নিজের মতন
বয়স বাড়ছে বাড়তে থাকুক
বয়সটা কেবল সংখ্যা মাত্র ।