জীবন

বয়স

বয়স হয়ত বেড়েছে একটু
শরীরে এসেছে বলিরেখা
উঠতে বসতে হাঁটুতে ব্যথা
মনের জোর সেও ঠিক আছে ।

চলতে গেলে থামতে হয়
বুকের মধ্যে চিনচিন করে
চোখদুটো তো এমনিতে ঠিক
শুধু বিনা চশমায় ধূসর লাগে।

বন্ধু বান্ধব সবাই তো নেই
কিছু চলে গেছে সময়ের পারে
বাকী যারা মোরা এখনও যে আছি
কখনও সখনও কথা হয় ফোনে।

আমি থাকি ভাই রাজার মতন
কেউ ঢোকে না আমার ঘরে
একা একা বসে দিন কেটে যায়
কে যে কড়া নাড়ে রাতে রোজ দুয়ারে।

অসুবিধা নেই সব ঠিক আছে
ভালো আছি আমি নিজের মতন
বয়স বাড়ছে বাড়তে থাকুক
একদিন ঠিক যাবো থেমে।