জীবন

বৃদ্ধ

জীবনের বাস্তবতার গল্প, জীবনের সত্য।

পক্ককেশ ন্যূজ্জ্ব দেহ
লোলচর্ম্মে ভরা।
চলেছেন বৃদ্ধ ধীর পায়ে
মুখে নিয়ে অমলিন হাসি,
তারই মাঝে আছে এক
স্বর্গীয় আভা
মনে যে পরম প্রশান্তি।
পৃথিবীতে আসা তাঁর
যত কাজ নিয়ে,
সব কাজ সুষ্ঠভাবে
হয়ে গেছে সাড়া।
এখন সময় শুধু বিলোবার,
নিঃশেষ করে দিয়ে যেতে চান
জীবনের অভিজ্ঞতার ভান্ডার।