বুড়োদের আড্ডা
বুড়োদের আড্ডা আর লাগছে না ভালো
ভালো না লাগারই তো কথা
আমি তো আর নই বুড়ো
শরীরটা হয়তো বা হয়েছে পুরানো বেশ
মনটা আটকে আছে সেই পঁচিশে।
বুড়োদের যত সব ব্যাঁকা ব্যাঁকা কথা
বসে বসে খালি বেকার তত্ত্ব আওড়ানো
নালিশের ছড়াছড়ি কুচকাচালি
সব কিছুতেই যেন বুড়ো বুড়ো গন্ধ
ভালো লাগে না তাই বুড়োদের আড্ডা
তাই আড্ডা রোজই মারি তবে নিজের সাথে
যখন তখন ইচ্ছা আড্ডায় বসি
পুরাতনের এখানে নেই কোনও স্থান
নিত্য নতুন ভাবনায় আড্ডা ওঠে জমে
বেশ আছি, ভালো আছি, নিজের সাথে।