জীবন চাঁদ December 2, 2024December 2, 2024 by Ranjan Bhattacharya আকাশের বুকে একফালি চাঁদযেন তীক্ষ্ণ শাণিত তরবারিএঁকে দেবে তোর মুখে চুমা। চাঁদপানা মুখ খুঁজে বেড়াসগ্রহণ লেগেছে ঘরে ঘরেব্যর্থ প্রেম কাঁদে করজোড়ে। পূর্ণিমার ডালিটা সাজালক্ষ্মী নেমে আসবে তোর ঘরে ভুখা পেটে হাজারো শিশু মরে। Post navigation কেঁদে মরাএকা