জীবন

চাঁদ

আকাশের বুকে একফালি চাঁদ
যেন তীক্ষ্ণ শাণিত তরবারি
এঁকে দেবে তোর মুখে চুমা।

চাঁদপানা মুখ খুঁজে বেড়াস
গ্রহণ লেগেছে ঘরে ঘরে
ব্যর্থ প্রেম কাঁদে করজোড়ে।

পূর্ণিমার ডালিটা সাজা
লক্ষ্মী নেমে আসবে তোর ঘরে
ভুখা পেটে হাজারো শিশু মরে।