জীবন

চায়ের দোকান

একট রাস্তায় ধারের চায়ের দোকানের সাথে যেন বিধাতার সৃষ্টির বড় মিল। বিধাতা যেমন একজায়গায় বসে জগতের প্রাণ সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়ে কিছু সময় পরে তাদের ফিরিয়ে নেন এবং আবার নতুন প্রাণের সৃষ্টি করেন ঠিক তেমনি চায়ের দোকানী এক জায়গায় বসে চা তৈরী করে খদ্দেরদের দেন, তারা চলে যান এবংনতুন দল আসেন। চায়ের দোকান, দোকানী, খদ্দেররা সবাই যেন প্রতীকী এবং বিধাতার সৃষ্টির সাথে অদ্ভুত এক সামঞ্জস্য।

রাস্তার মোরে চায়ের দোকান
দোকানে সার সার কাচের বয়াম
তাতে নানানরকম জিনিষ সাজানো
রকমারী বিস্কুট, কেক আরো কত কি
ছোট্ট একটু পরিসরে দোকানী
একমনে চা করে চলেছে
সামনের ভাঙ্গা বেঞ্চিতে একদল লোক
চা খাচ্ছে, পয়সা দিয়ে চলে যাচ্ছে
আবার নতুন লোক আসছে, বসছে।
এই বাস্তব জীবনের চিত্রনাট্যে
যেন বিশ্বসংসারের কথা বলছে

কেউ চালান তুমি চলো
কেউ দেন, তুমি গ্রহণ করো
আসা, একটু বসে আবার চলে যাওয়া
আবার আসা আবার যাওয়া
চক্রাকারে ঘুরতে থাকা।
দোকানী কিন্তু একজায়গায় স্থির
আপনমনে নিজের কাজ করে চলেছে।