বর্তমান সমাজে মানুষের অবক্ষয়ের চিত্রায়ণ
রক্তমাংসের গড়া শরীর
মানুষ বলে বড়াই করি
মান আর হুঁশের বালাই নেই
তাও কিন্তু বেশ চলছে
বিধাতা কি কিছু দেখছেন?
ভালবাসা ভাগ করে খায় বাকী পৃথিবী
সবাই খায় কেবল মানুষ ছাড়া
ভালবাসা প্রথমেই বিক্রী করেছে তারা
হিংসা, দ্বেষ ঘৃণা তাই চেটেপুটে খাচ্ছে
বিধাতা কি অলক্ষ্যে হাসছেন?