জীবন

চিনি না

আজ আর কাউকে চিনি না
আগে হয়ত চিনতাম, আজ চিনি না
দাম্ভিক, অসামাজিক যা কিছু বল
সে তোমাদের ভাবনা, আমার নয়
আমার জীবনটা আমি বাঁচবো
তার দায়ভার কেউ নেবে কি? নেবে না
তাই আমি আজ আর কাউকে চিনি না।

আমার আকাশ, বাতা্স‌ মাটি
তারা সব আমার মনের মতন
তোমাদের সাথে অমিল থাকতেই পারে
তাতে কিন্তু আমার কিছু যায় আসে না।
আমি বাঁচি আমার মতন করে
তোমাদের পছন্দ হলে বেঁচ, নাহলে বেঁচ না
আমি কিছু বলতেও যাব না
আমি কাউকেই চিনি না।