চিন্তা কিসের

সব কিছুই হারিয়ে যাবে
সব কিছুরই শেষ হবে
পুরাতন গিয়ে আসবে নতুন
নতুন রঙে পৃথিবী সাজবে
এত চিন্তা কিসের?
আকাশটাতে মেঘের মেলা
চন্দ্র,সূর্য্য,গ্রহ,নক্ষত্রের খেলা
এ সব তো থেকেই যাবে
শুধু কিছু সময় হারিয়ে যাবে
এতো চিন্তা কিসের?
আশা নিয়ে বাঁচতে শেখ
ভাবের ঘরে থেকো নাকো
জীবনটা হঠাৎ ফুরিয়ে যাবে
তখন বৃথা কেঁদে ভাসাবে
এত চিন্তা কিসের?