ছোট্ট ফড়িং
আমাদের জীবনে এমন কিছু ছোটখাটো ঘটনা ঘটে যা আমাদের অতীতের দিনগুলিতে মানে আমাদের ছেলেবেলার দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায় এবং অদ্ভুত আবেশে মনটা ভরে যায়। ছেলেবেলার স্মৃতি সতত মধুর, সেই বন্ধুবান্ধবদের সাথে মাঠে খেলতে যাওয়া, আমবাগানে গিয়ে ঢিল মেরে আম পাড়া, কখনও বর্ষায় ভিজে ফুটবল খেলা বা ফড়িং এর পিছনে ছুটে বেড়ানো। বয়স বাড়ার সাথে সাথে চারিদিকের পরিবেশের আমূল পরিবর্তন, মাঠ-ঘাট, পুকুরের হারিয়ে যাওয়া এবং জীবন সংগ্রামে ব্যস্ত হয়ে পড়ার মাঝে ছোটবেলার দিনগুলি হারিয়ে যাওয়া, শহরের যান্ত্রিকতায় পিষতে থাকা। তবু এরই মাঝে যদি দলছুট এক ছোট্ট লাল ফড়িং যখন আনমনে ফ্লাটের ব্যালকনীতে এসে বসে তখন মনে দোলা লাগে, মনটা চলে যায় সেই ছোটবেলার সুখের দিনগুলিতে।
বারান্দার রেলিং এর এক কোণে
লাল লেজওয়ালা এক ছোট্ট ফড়িং
বসে আছে একা একা আনমনে।
ছোট্ট ফড়িং, ওরে ছোট্ট ফড়িং
তোর একরত্তি প্রাণটা তো জানল না
কি যে দোলা দিলি তুই এই প্রানে।
জীবনের শেষ ধাপে দাঁড়িয়ে
এক লহমায় ফিরে যে এল
ছো্টবেলার সোনালী সেই দিনগুলো।
খালিগায়ে কচি-কাঁচা বাচ্চার দল
ছুটছে লেজওয়ালা ছোট ফড়িং এর পিছে
চোখেমুখে আনন্দ উল্লসিত মনে।
তাদের দলে তো আমিও ছিলাম
সেই আমি তো আজ এখনও আছি
খালি হারিয়ে ফেলেছি সেই সময়গুলো।
বেশ তো মানিয়ে ছিলাম সময়ের সাথে
ছোট্ট ফড়িং তুই হঠাৎ এসে
এলোমেলো করে দিলি বাকী দিনগুলো।