ডায়েরী
অনেকেরই ডায়েরী লেখার অভ্যাস আছে আমার ও আছে , দৈনন্দিন নিজের কথা লিখে রাখা আর কি। কিন্তু মাঝে মধ্যেই নানান কারণে ডায়েরী লেখা হয় না, মনেও থাকে না যে ডায়েরী লেখা হয় নি। এরপর কয়েকদিন বাদে ডায়েরীটা লিখতে বসে যখন সাদা পাতাগুলো দেখি তখন মনটা বড় উদাস হয়ে যায়, ভাবি যে সাদা পাতার দিনগুলো কি এইরকম সাদা ছিলো, কোনও আঁকিবুকি হয়নি কাটা, চলে গিয়েছে নিঃসাড়ে।
গতানুগতিকতার জীবনে
মাঝখানে ছেড়ে ছেড়ে যায়, অজান্তে
সাদা দিন, সাদা খাতা
একটাও পড়েনি আঁচড়
হিসাব মেলেনি শুধু তার।
শূন্যতায় ভরা একটা দিন
ভাবতেই অবাক লাগে
অথচ সে এসেছিলো
চুপিসাড়ে,একেবারে চুপিসাড়ে
হিসাব নিকাশের একেবারে বাইরে।
যাক যদি যায় কেটে দিন
এইভাবে, ঠিক এইভাবে।