দিন কাটা
দিন কেটে যায়
দিন কেটেই যাবে
শুয়ে থাক, বসে থাক
অসুস্থ হয়ে পড়ে থাক
যতই ভাব দিন কাটে না
দিন কেটেই যাবে।
আকাশের তারা গুনে
ঝরা পাতার শব্দ শুনে
বৃষ্টির জলে ভিজে
সূর্য্যের তাপ মাথায় নিয়ে
নানান কাজে ব্যস্ত হয়ে
ভাবছে যারা দিন কাটে না
ছুটীর দিন আসবে কবে?
ভাবতে থাক, ভাবতে থাক
এই ভাবনায় বইতে থাক
বওয়ার মধ্যেই দিন বয়ে যায়
শেষের দিনটা কড়া নাড়ে
দিন তো কেটেই যাবে।