জীবন

দু পাত্তর

বন্ধুবর, তুই কথা দিয়েছিলি
পাশ দিয়ে দিলে, দু পাত্তর খাওয়াবি।
পরীক্ষাও হল, পাশ ও দিলি
হা পিত্যেশ করে বসে আছি
কবে সেই দিন আসবে,
কবে দু পাত্তর গলায় ঢেলে দিবি।।

আজ থেকে শপথ নিয়েছি
রোজ বলে যাব তোকে
দু পাত্তরের কথা।
এমন করে তোর মাথায় ঢুকবো
যে আমার বদলে পাত্তর দেখবি।

তোর আর নিস্তার নেই পাগলা
দু-পাত্তর খেয়েই তবে আমি থামবো,
নইলে যে নিজেই আমি
পাত্তর হয়ে যাব।
ভাই মোর বাঁচা আমাকে
দু পাত্তর তাড়াতাড়ি ঢাল আমার মুখে।