জীবন

এই বেশ

প্রত্যেক দিন ই নতুন এবং যেন এক একটি রঙ্গীন আগজের মোড়কে মোড়া। আমরা জানি না যে তার মধ্যে কি আছে। সে হতে পারে আনন্দে ভরা বা বিষণ্ণতায় মোড়া। এই ভালোয় মন্দয় ভরা আমাদে্র এই জীবন এবং এই নিয়ে আমরা বেশ আছি।

এই বেশ ভালো আছি
ভালো আছি সবকিছু নিয়ে
দুঃখ কষ্ট খারাপ ভালো
প্রেম বিরহ সাদা কালো
কিছু নিয়ে, কিছু দিয়ে।

নানান রকম গল্প আছে
কিছু বাস্তব কিছু মনগড়া
রঙ বেরঙ এর মোড়কে মোড়া
সাবধানে মোড়ক খুললেই তাই
রঙিন অতীত ধরা দেয় ভাই

সময় আমার কাটছে ভালোই
নিত্য নতুন মোড়ক খুলে
তবু মাঝে মধ্যেই ভুল করে হায়
কালো মোড়ক যখন খুলি
মন ভরে যায় বিষণ্ণতায়।