একা
দূরে, বহুদূরে, প্রবাসীর বেশে
ঘরে বসে একা ঘর বাড়ী ছেড়ে
জীবিকার তাগিদে, অন্নের খোঁজে।
বয়সটাও তো হল অনেক
একা একা তাই লাগে না ভালো
তাও সময় যাচ্ছে কেটে
বাজার, অফিস, বাড়ি আর
ক্যালেন্ডারের দিনগুলি দেখে।
মন পড়ে থাকে ঘরের কোণে
কবে বাড়ি যাব ভাবি মনে মনে।
মাঝে মাঝে ভাবি, এই বেশ আছি
নিজেকে নিয়েই দিন কাটাচ্ছি
একা তো এসেছি আর একাই যাব
মিথ্যা সংসারে আর কেন জড়াবো
কিন্তু যে দায়িত্ব নিয়ে ফেলেছি
কোন মুখে আমি সেটা এড়াবো ?
তাই তো এই দূরে বসে থাকা
প্রবাসীর বেশে ঘরে একা একা।
একদিন আমি ঠিক বাড়ি যাব
ঘরের কোণটাতে বিশ্রাম নেব
আরাম কেদারায় বসে বসে আমি
স্মৃতির সাগরে ডুব যে দেব
এখনও আছে শরীর শক্ত
দায়িত্ব যেদিন শেষ হয়ে যাবে
সেদিন আমি বিশ্রাম নেব।