জীবন

একা লাগে

হাজারো লোকের ভীড়ে মাঝে মাঝে বড় একা লাগে। মনে হয় সব কিছু থেকেও যেন কিছু নেই, নিঃসঙ্গ একাকী লাগে নিজেকে, দিশাহারা মনে হয়। এই দলে কিন্তু অনেকেই আছে।

তে রাস্তার মোড়ে
হাজারো লোকের ভীড়
তারি মাঝে, তবু যেন একা লাগে
উদ্দেশ্যবিহীন ভাবে পথ চলা
মনে মনে কিছু কথা বলা
আমিশুধু একা নই
অনেকেই আছে আমার দলে।

মাঝে মাঝে চেনা মুখ
একটু হাসি, একটু কথা
তারপর আবার সেই বোকা পথ চলা
কারুর গন্তব্যস্থল আছে
কারুর বা নেই
মাঝপথে আচমকা থেমে যাওয়া
সেও আছে।

এরকম কত কিছু কত কথা
ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে
রোজ দেখি, রোজ পড়ি, রোজ শুনি
সময়ের সাথে সব হয়ে যায় ফিকে
তবু কিছু স্মৃতি, কিছু কথা মনের গভীরে
চলমান বহমান সময়ের সাথে
আড়াআড়ি যায় দাগ কেটে

তে রাস্তার মোড়ে
হাজারো লোকের ভীড়ে
মাঝে মাঝে একা লাগে
বড় একা লাগে।