একপেশে যুদ্ধ

হাসপাতালের বিছানায় শুয়ে বৃদ্ধ
অসুস্থতা আজ করেছে তাঁকে কাবু
বৃদ্ধা স্ত্রী পুত্র কন্যা জামাতা
অপেক্ষারত বাইরে
মুখ ভরা উৎকন্ঠায়
জীবন মরণে চলছে ভীষণ যুদ্ধ
চারিদিকে দেখি এরকম শত মুখ
এক অনন্ত প্রতীক্ষায় চুপচাপ বসে থাকা
সময় কোথাও হঠাৎ গিয়েছে থেমে
অনিশ্চয়তায় ভরা আবর্তের চারিপাশে
এটা কি জীবন না জীবনের ছায়া
সবকিছুই যেন লাগছে একপেশে।