জীবন

এক শালিক

সকালবেলা ঘুম ভেঙ্গে দেখি
জানলার বাইরে পাঁচিলের ধারে
এক শালিক দাঁড়িয়ে, একি?
দিনটা তো তাহলে খারাপ যাবে।

ওর দোসরটা গেল কোথায়?
তাকে তো খুঁজে পেতেই হবে
ছোটবেলা থেকেই তাই তো জানি
এক শালিক দেখলে দিন খারাপ যাবে।

সকালবেলার চা সাথে বিস্কুট
সময় মতনই পেয়ে গেলাম
প্রাতঃরাশে লুচি বেগুনভাজা
দিনটা যদিও শুরু হল খাসা
দিনটা কিন্তু খারাপ যাবে।

অবসর জীবনে সময় ই সময়
বাজারে গেলাম, দেখি কি পাওয়া যায়
মাছের বাজারে ইলিশ ই ইলিশ
মহানন্দে কিনলাম গোটা দুই পিস
দিনটা আসলে খারাপ যাবে।

দুপুরে খেলাম ভাত ইলিশ ভাপা
আগে এক পিস কড়কড়ে ভাজা
পেটে মনে খুব তৃপ্তি পেলাম
দিবানিদ্রাটা বেশ ভালই দিলাম
দিনটা কিন্তু খারাপ যাবে।

বিকালবেলার চা টা সেরে
সন্ধ্যা নাগাদ গেলাম আড্ডার ঠেকে
আজকের আড্ডা বেশ ভাল জমলো
বাড়ী ফিরতে একটু দেরী ই হল
দিনটা আসলে খারাপ যাবে।

রাত্তিরে খাওয়া দাওয়া সেরে
আরামে বসেছি ইজিচেয়ারে
ভাবছি দিনটা বেশ ভালই কাট্লো
আরে, কেসটা কেমন হল?
সকালে যে দেখেছি এক শালিক
দিনটা যে খারাপ যাবার ছিল।

কাল সকালে উঠেই ভাই
আমি এক শালিক দেখতে চাই
যদি পারি এক চোখে দেখবো
দোসর থাকলে মেরে তাড়া্বো,
শালিক তুমি একা বেঁচে থাক ভাই
রোজ সকালে তোমার দর্শন চাই।