জীবন

এলোমেলো

ফিরে যাবার জন্য যদি আসা
তবে আসা কেন?
হিসাব করে যদি যাওয়া
তবে যাওয়া কেন?
যাওয়া আসা নাকি সব আপেক্ষিক
তাহলে তা নিয়ে এত ভাবনা কেন?
সব গন্ডগোলের উৎস না কি মন
মনের শিকড় তো কালের গহ্বরে
গভীরভাবে প্রোথিত
টেনে বার করা অসম্ভব
তা হলে আর কি, উল্লাস কর।