এলোমেলো জীবন
সচরাচর মানুষ সুন্দর গোছালো জীবন পছন্দ করেন আর সেটাই স্বাভাবিক। কিন্তু এই পৃথিবীতে বহু মানুষ অগোছালো, এলোমেলো, দিশাহীন ভাবে জীবন কাটিয়ে দেন ঠিক যেন মাঝদিরিয়ায় পালহীন নৌকার দীশাহীন ভেসে বেড়ানো। এইসব এলোমেলো অগোছালো মানুষদের জীবন যাপন আমাদের অদ্ভুত লাগলেও তাঁরা কিন্তু থাকেন মহানন্দে। তাঁরা জীবনটাকে খুব সহজ ভাবে নিতে পারেন। না তাঁদের থাকে জীবনে কোনও উচ্চাকাংখা, না থাকে স্বপ্নভঙ্গের বেদনা। মাঝে মধ্যে মনে হয় যে গোছালো জীবনের চেয়ে অগোছালো জীবনটাই যেন অনেক বেশী আনন্দের, আশা নিরাশার উর্ধ্বে, না পাওয়ার কোনও বেদনা নেই। এই সুন্দর এলোমেলো অগোছালো জীবনে বারবার ফিরে আসা যায়।
না হয় জীবনের দিনগুলো
হল এলোমেলো
দিশাহীন পথে সে গেল বয়ে
স্বপ্নগুলো ভেঙ্গে হল খান খান
ভাবনার নীল রং ভাষা হারাল
না হয় রইল পড়ে সে
অন্ধকার কোণে
হাজার ঝলমলে দিনের মাঝে।
বাতাসও তো কতবার এলোমেলো বয়
অগোছালো করে দেয় জীবনের মানে।
বারবার আসবো ফিরে এই
পৃথিবীর বুকে
সবুজ সুন্দর জীবন না লাগুক ভালো
কান্না হাসির গান বড় যে মধুর
এলোমেলো ভাবটাই দেয় বাঁচার আলো।