ফেলেছি হারিয়ে অনেক কিছুই
হারিয়ে ফেলেছি পুরানো দিন।
পৃথিবীটা আজ হাতের মুঠোয়
সম্পর্কগুলো বড় মলিন।
শুরু হয়েছে দৌড় ছোট্ট থেকেই
শৈশব বলে কিছুই নেই।
বইয়ের বোঝায় ওরা যে ক্লান্ত
সে ছোটার বার্ধক্যেও শেষ যে নেই নেই।
এর চেয়ে যে ছিল ভালো
না পাওয়ার সেই দিনগুলো
হয়তো বা ছিল অনেক কষ্ট
তবু আনন্দে ভরা ছিল।