জীবন

ঘেঁটে থাকা

মাঝে মধ্যে আমরা বড় ঘেঁটে থাকি। অফুরন্ত সময় অথচ কিছু করতে ইচ্ছা করে না, কোনও কাজ ই ্ঠিকঠাক হয় না , মন লাগে না, সব কিছু মিলিয়ে একটা বিরক্তিকর পরিস্থিতি। সে পরিস্থিতিতে যা মনে হয় আর কি।

অফুরন্ত সময়
অথচ সময় নেই একফোঁটা
সব ঘেঁটে আছে চারিপাশে
ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক
হারিয়েও গেছে কিছু কথা।

তার চেয়ে এই ভালো
চুপচাপ শুয়ে বসে থাকা
যে যেখানে আছে থাক
হারিয়ে যাবার হলে যাক
সময় কাটানো নিয়ে কথা।