ঘরে ফেরার টান
জীবনের শেষপ্রান্তে একটা সময় আসে যখন মানুষ একাকীত্বে ভোগে এবং শুধুমাত্র নীরব দর্শক হয়ে কালাতিপাত করে। সে যেন সমাজের বোঝা, কারও সময় নেই তার পাশে দু দন্ড বসার, একটু কথা বলার। এটাই হয়তো সময়ের দাবী, নিয়তি। সে সময় জীবন আর টানে না, পরমপিতার চরণে ফিরে যাবার জন্য মন আনচান করে।

পড়ন্ত বিকালের তেরছা আলো
খোলা জানলার ফাঁক দিয়ে
একচিলতে ঘরটাতে ঢুকে পড়েছে
লুকোচুরি খেলছে যেন কারুর সাথে
অন্ধকার ঘরটিতে সন্ধ্যার আলো
একটু হলেও এনেছে প্রাণের পরশ
নিস্তেজ সেই আলোর রেখায়
এক বৃদ্ধা জীবনের হিসাব মেলাচ্ছে।
পশ্চিম আকাশের রক্তিম বিষণ্ণতা
বাসা ফিরে যাওয়া ক্লান্ত পাখীর গান
বিদায় বেলায় দি্নের উদাস মন
জাগায় বৃদ্ধার মনে ঘরে ফেরার টান।