গিরিগিটি
গিরগিটি কে আমরা বহুরূপী বলি, নিমেষের মধ্যে গায়ের রং বদলে ফেলার জন্য কিন্তু মানুষ? তারা কি করছে? সে তো আরও ভয়ংকর। গিরগিটি গায়ের রং বদলায় চরিত্র ঠিক থাকে কিন্তু মানুষ তো তার নিজের স্বার্থের জন্য চরিত্র পালটে ফেলছে, চরিত্রের রং বদলাচ্ছে। রাস্তা ঘাটে আজ তাই মানুষ নয়, দুই পায়ের গিরগিটি ঘোরাফেরা করছে, খুব শীগগীর দুনিয়ায় গিরিগিটি রাজ হবে।
অনেক কটা গিরগিটি
সবকটা একসাথে বদলাচ্ছে রং
কিছু লোক তা দেখে পাচ্ছে মজা
আবার কিছু লোক ঘেন্নায়
ফেরাচ্ছে মুখ।
অনেক কটা গিরগিটি
দু পায়ে হাঁটা করেছে অভ্যাস
দখল করেছে লোকালয় জনবসতি
বনজঙ্গল ছেড়েছে শয়তান গিরিগিটি গুলো
পড়েছে মানুষের মুখোশ।
অনেক কটা গিরিগিটি
মানুষের মুখোশ পরা গিরিগিটি
সমাজটাকে ধীরে ধীরে করছে গ্রাস
প্রতিবাদহীন,ক্লীব, স্বার্থপর মানুষগুলো
আজ গিরিগিটি গুলোর দলদাস।