জীবন

গল্প বলা

পথিকের পথচলার শব্দ
নানান ধরণের গল্প বলে
ফেলে আসা পথ, জনপদ
বনজঙ্গল, গাছপালা, পশু-পাখী
সবাই যে তার সাক্ষী।

পথিক পথ চলতে থাকে
পথচলার শব্দ কত গল্প বলতে থাকে
কেউ শোনে, কেউ শোনে না
পথিকের চলা তাতে থামে না
চলতেই থাকে, চলতেই থাকে।

যাত্রা হবে একদিন শেষ
হয়তো বা একবার তাকাবে সে ফিরে
ফেলে আসা পথের শেষ প্রান্তে
দৃষ্টি পড়বে তার আপন নীড়ে
দীর্ঘশ্বাস কি ফেলবে, কে জানে?