গণ্ডি
পাগলপারা ছুটছো যে বড়
গন্ডিটাকে গেলেই ভুলে?
আরে ভাই, লাগাম টানো, লাগাম টানো।
ভাবনা চাইবে ভেসে যেতে
আবেগ চাইবে বয়ে যেতে
গন্ডি ছেড়ে বেড়িয়ে গেলে
বেমক্কা ভীষণ ধাক্কা খাবে
মনে বড় আঘাত পাবে।
গন্ডিটাকে ভুলো না বন্ধু
ও তোমায় বাঁচতে শেখাবে।
গন্ডির ভিতরে জীবন কাটিয়ে
না হয়, নাই বা আকাশ পেলে
চেনা জীবনের বাঁধাধরা গতে
ঘোরার মধ্যেই শান্তি খুঁজলে
অচেনা জগতের হাতছানি থেকে
মুখটা না হয় ফিরিয়েই থাকলে
খুব কি ক্ষতি তাতে?
গন্ডি হয়তো হাতে চাঁদ দেবে না
বাঁচার মর্ম্ম ঠিক শেখাবে।