গরীবের ভগবান
সব গা সওয়া হয়ে গেছে
গন্ডারের চামড়াও লজ্জা পাবে
ভুখা পেট কিছু মানে না
দু মুঠো ভাত চায় খালি
তার জন্য যা কিছু করতে রাজী
সম্বল বলতে এই শরীরটা, তাই নে
দুটো ভাত দে।
উৎসব, পার্ব্বণ সেটা কি জিনিষ রে?
তোরা ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষ
তোদের পার্ব্বণ থাকতেই পারে
তোরা উৎসসব নিয়ে মাতামাতি করতেই পারিস
গরীবের ভগবান দু মুঠো ভাত
তাতেই তাদের ঈশ্বরপ্রাপ্তি।
রাস্তায় জন্ম, রাস্তায় বড় হওয়া, রাস্তাতেই মৃত্যু
গরীবের আবার আল্লা ভগবান কি রে?
তোরা বড় কর উৎসব করলে আমাদের লাভ
অনেক এঁটো খাবার উচ্ছিষ্ট ফেলবি
ভুখা পেট সেগুলিই চায়, খুঁটে খুঁটে খায়
তার মধ্যেই ভগবান দর্শন করে
গরীবকে শুধু দু মুঠো ভাত দে।