জীবন

হাডুডু

কেউ বলে কেউ বলে না
কেউ পারে কেউ পারে না
রাজনীতি তো অনেক হল
চলো এবার একটু হাডুডু খেলি
আমি তো খেলতে রাজী
তুমি দেখো খেলবে কি না।

ঘোলা জলে মাছ ধরবে?
চেষ্টা করে দেখতে পারো
না পারলে হাল না ছেড়ে
জলটাকে আরও ঘোলা কর
সোজা পথে চলা কঠিন
ব্যাঁকা পথ কি লাগবে ভালো?

যা করেছি বেশ করেছি
এই মতবাদে চলতে গিয়ে
হোক না সে যতই সঠিক
প্রতি পদে বাধা পাবে
তবুও যদি ইচ্ছা হয়
চেষ্টা করে দেখতে পারো

আর যদি হালে না পাও পানি
হাডুডু খেলো, হাডুডু খেলো।