জীবন

যা খুশী

মানুষের ভাবনা চিন্তা যা কিছুই হোক না কেনো সব কিছুই চলছে কোনও এক অদৃশ্য অঙ্গুলিহেলনে, তিনি যেমন চালান আমরা সেরকম ই চলি। সুতরাং কি দরকার নিজেদের মাথা ঘামানো, চলুক না পৃথিবী নিজের মতন। আমরা না হয় সময় কাটাই আকাশে ঘুরি উড়ীয়ে।

যা কিছু ভাবতে পারো
যা খুশী বলতে পারো
যেমন ইচ্ছা লিখতে পারো
তাতে কিছু বদলাবে কি
বদলাবে না একচুল ও

তাহলে বেকার ভাবনা কেনো
কেনোই বা বেকার মুখ খোলা
কলমের কালি খরচা করা
সবই যখন থাকবে একই
চলুক না যেমন চলছে চলা।

আসলে আমরা বড্ড বোকা
কিন্তু ভাবি ভীষণ চালাক
নিজের ঢাক নিজেই পেটাই
বিধাতা যে গোটাচ্ছে লাটাই
দে উড়িয়ে একটা ঘুড়ি।