জান্তব ইচ্ছা
মাঝে মধ্যে মনের কু ইচ্ছাগুলি মনকে বড় পীড়া দেয়, সব বাধা ছিঁড়ে বেড়িয়ে আসতে চায়। তাকে আটকে রাখা খুবই মুস্কিল আর তার জন্য চাইকড়া চাবুক।
মনের ভিতরের জান্তব ইচ্ছাগুলো
মাঝেমধ্যেই বেড়িয়ে পড়ে শিকারের আশায়
ধারালো নখ, দাঁত আর লোলুপ দৃষ্টি
সাথী হয় তাদের পঞ্চ-ইন্দ্রিয়
যা সামনে পায়, চেটেপুটে খায়।
প্রতিনিয়ত কত নারী যে ধর্ষিতা হয়
কত শত কোষাগার লুন্ঠিত হয়
কত মানুষের যে জীবন যায়
তার কোন হিসাব থাকে না
যা ইচ্ছা তাই করে, জান্তব ইচ্ছাগুলো।
অবাধ্য জানোয়ার শুধু চাবুকের ভাষা বোঝে
চাবকাতে হবে, ইচ্ছাগুলোকে চাবকাতে হবে।