ঝড়
এ ঝড় কোনও প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের লোভ লালসার পরিণতি যার কাছে শুভবুদ্ধি অসহায় ভাবে আত্মসমর্পণ করেছে।
এসেছিল ঝড়, শয়তানের অনুচর
রক্তচক্ষু, করাল-বদন, হিংস্র
করে দিল চারিদিক লন্ডভন্ড
রেখে গেল খালি ধ্বংসাবশেষ আর হাহাকার।
চারিদিকে অসহায় জ্যান্ত মানুষের লাশ
প্রাণটাই আছে শুধু আর কিছু নেই
আজকাল আকাশে আর শকুন ওড়ে না
ঘরে থাকে তারা সাথী হিংস্র শৃগাল।
অসহায় মানুষগুলো এবার সত্যি লাশ হবে
হিংস্র শৃগাল আর শকুনেরা সব লুটেপুটে খাবে
বিদগ্ধ মানুষজন সব দেখবে চুপচাপ
অনেক কবিতা, সাহিত্য, নাটক জন্ম নেবে।
প্রতিবাদী কন্ঠস্বর সব গিয়েছে হারিয়ে
নিজেই গলা টিপে মেরেছি নিজেকে
সমাজের কাছে করে নির্লজ্জ আত্মসমর্পন
বেশ আছি, ভাল আছি, সুখী গৃহকোণ।