জীবন

জীবনের বেড়াজাল

দিন আসে দিন যায়
ভোর হয়, রাত নামে।
জন্মমৃত্যুর বেড়াজালে,
দাপিয়ে বেড়ায় প্রাণ
প্রাণহীন এই পৃথিবীতে।

হাওয়া বয়, ফুল ফোটে
গান গেয়ে পাখী ডাকে
বিধির বিধানে বাঁধা ,
অন্তরাত্মা কেঁদে মরে
জীবনের ঘূর্ণিপাকে।

ভালবাসা সেও বাঁচে
সুখ দুঃখ বুকে নিয়ে
শূন্য থেকে মহাশূন্যে
চিন্তন মনন বসে
নশ্বর এই দেহে।