জীবন

জীবনের গান

আমরা জীবনকে আঁকড়ে ধরি জীবন সম্বন্ধে সম্যক ধারণা না নিয়েই। জীবনকে অবলম্বন করে বাঁচার প্রচেষ্টা।

আমি জীবনের গান গাই
জানি জীবন বলে কিছু নেই
তবু জীবনের গান গাই।

অবাস্তব এই বাস্তব তবু
তাতেই থাকতে চাই
তাতেই বাঁচতে চাই।

আকাশের মোহে, বাতাসের মোহে
মোহিত হয়ে যাই
বর্ষাভেজা মাটির গন্ধে
প্রাণভরে নাচি তাই।

ধ্যানগম্ভীর ঋষির পানে
অবাক হয়ে চাই,
সব ছেড়ে ছুড়ে দামাল হাওয়ায়
উদোম ছুটে বেড়াই
,
আমি পাগল হতে চাই,
আমি তোমাকে জানতে চাই।