জীবন

জীবনের সংজ্ঞা

জীবনের কথা ভাবতে গেলে নানান রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। আমরা কোথা থেকে আসি কোথায় বা যাই। জন্ম, নৃত্যুর জীবনচক্র, জীবনের বিভিন্ন স্তর, ইহকাল,পরকাল, মরণের পরে কি, এরকম হাজারো জিজ্ঞাস্য। জীবনকে বোঝার গভীরতা সাধারণ মানুষের বাইরে, সধারণ মানুষের বোধগম্য ও বোধহয় নয়, তার চেয়ে ভালো হেসে খেলে জীবন কাটিয়ে দেওয়া এবং জীবনটাকে উপভোগ করা।

জীবনের সংজ্ঞাটি কি?
জীবনের কতকগুলো মাস বা বছরের সমষ্টি
না একগুচ্ছ জন্মদিনের হিসা্ব?‌
জন্মলগ্ন থেকে ক্রমাগত হয়ে যাওয়া
শরীরের আমূল পরিবর্তন?
না, সময়ের সাথে বয়ে যাওয়া
হাজারো হাসি কান্নার গল্প,
এর বাইরে আছে কি কিছু আর?

পন্ডিতেরা মুচকি বলেন হেসে,
জীবনের অনুভব কি অতই সোজা?
জীবনের ব্যপ্তি, গভীরতা বিশাল,
সে তো সহজ নয় বোঝা।
তার চেয়ে বেঁচে নে,জীবনটাকে নে রে বেঁচে ,
লাভ নেই তোর বেশী বুঝে ।

হয়ত বা তারা ঠিকই বলেন,
বেশ তো আছি, কি লাভ বুঝে?
জীবনের ঘন্টা, ঘড়ির ঘন্টা
বাজছে নিয়মমাফিক যাক বেজে
সব কিছু মিলে মিশে জীবন পাকাক
জীবন জটিল হোক, বা ভীষণ কঠিন হোক
তুমি শুধু থেক এক দর্শক, নির্ব্বাক।